একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনে অসম্পন্ন মনোনয়ন ফরম জমা দেওয়ায় ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদের মধ্যে মাগুরা-১ আসনে ৩ প্রার্থী ও মাগুরা-২ আসনে ১ প্রার্থী রয়েছেন।
যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন- মাগুরা-১ আসনের গণফোরামের প্রার্থী ডা. মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার মেহেদী আল মাসুদ।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলী আকবর তার সম্মেলন কক্ষে রোববার মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে এসব মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফইজুল মোল্যা জানান, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক নমুনা হিসেবে ১০টি স্বাক্ষর দ্বৈবচয়নের ভিত্তিতে ১০ জন করে ভোটারের নাম ঠিকানাসহ স্বাক্ষর যাচাই-বাছাইয়ের নির্দেশনা রয়েছে। সে অনুসারে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সরজমিন তদন্তে একাধিক নামের তালিকায় গড়মিল ও স্বাক্ষর অস্বীকার করার সত্যতা পাওয়ায় দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া অসম্পন্ন মনোনয়ন পত্র জমা দেয়ায় মাগুরা-১ ও ২ আসনের দুইজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসন থেকে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।