ময়মনসিংহের ভালুকায় মহা মহানবী(সাঃ)এর নামে ফেসবুকে কুটূক্তি করায় দুই সহোদরসহ ৩ জনকে ভালুকা মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে । গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার গাংগাটিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২২), পারাগাও গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আসাদুজ্জামান (২২) ও তার ছোট ভাই মিজানুর রহমান (২০)। ঘটনাটি ঘটে সোমবার রাতে (৩নভেম্বর)।
থানা সূত্রে জানাযায়,উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়া গ্রামের হেলাল উদ্দিন ছেলে জাহাঙ্গীর আলম গাংগাটিয়া যুব সংঘ নামে একটি ফেসবুক আইডি থেকে আমাদের রাসুল প্রিয় নবী হজরত মুহাম্মদ (সাঃ) নামে কুটূক্তি করে পোস্ট দেয়া পর সেই পোস্টটি কপি করে বড়চালা গ্রামের ইসমাঈলের ছেলে মিজানুর রহমান তার ব্যক্তি ফেসবুক আইডিতে পোস্ট দেয়। এরপর বিষয়টি স্থানীয় জনগণ ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জকে অবগত করলে রাতেই জাহাঙ্গীর ও মিজানকে আটক করে। তাদের স্বীকারোক্তিতে সোমবার দুপুর মিজানের বড় ভাই আসাদকে আটক করে। আসাদ ভালুকা ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। মিজান একটি স্থানীয় ডিস অফিসে চাকুরি করে। মিজানের ফেসবুক আইডি তার বড় ভাই আসাদ চালাতো।
এ ঘটনায় স্থানীয় এক যুবক রকিবুল হাসান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।