মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে গত বৃহস্পতিবার বেকার ও প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মর্জিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সাত্তার নান্নু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন পারভেজ ও উপজেলা প্রকৌশলী রোজদিদ আহম্মেদ প্রমুখ। আলোচনা শেষে অতিথিরা উপজেলার ৩০ জন বেকার ও প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র মহিলাদের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন।