গাজীপুরের শ্রীপুরে তাবলিগ জামাতে আসা একদল মুসল্লিকে মাওলানা সাদ অনুসারী বলে এক মসজিদ থেকে তাদের বের করে দিয়েছে বলে এমন অভিযোগ উঠেছে। পরে ওই মুসল্লিরা তাবু টাঙিয়ে মসজিদের পাশেই অবস্থান নেন।
আজ রোববার উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত অনাকাঙ্খিত এড়াতে অন্য একটি মসজিদে তাদের অবস্থান নিশ্চিত করেন।
এ নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকালে ১৫-১৬ জনের একটি তাবলিগ জামাতের দল আসে সাইটালিয়া গ্রামের পশ্চিম পাড়া কাছম আলী জামে মসজিদে আসে। পরে এ খবর ছড়িয়ে পরে আগত মুসল্লিরা ভারতীয় মাওলানা সাদপন্থী। পরে স্থানীয় মাওলানা জোবায়েরপন্থী মুসল্লিরা তাদের ওই মসজিদ থেকে জোর করে বের করে দেন। পরে ওই তাবলিগ জামাতের লোকজন পাশেই আবুল কালামের বাড়ির পাশে তাবু টাঙিয়ে দাওয়াতের কাজ পরিচালনা করেন।
মসজিদ কমিটির সভাপতি গোলাম রসুল টিটু জানান, এ বিষয়ে মসজিদ কমিটি সিদ্ধান্ত নেবেন।
মাওলানা জোবায়ের অনুসারী নাসির উদ্দিন জানান, কোনো অবস্থাতেই সাদ অনুসারী লোকজনকে মসজিদে প্রবেশ করতে দেয়া হবে না।
আগত তাবলীগ জামাতের আমির রবিউল ইসলাম জানান, আমরা আল্লাহর রাস্তায় মেহনত করতে এসেছি, ঝগড়া করতে নয়। আশা করি সকলের মাঝেই শান্তির আলো ছড়িয়ে পড়বে।
এ বিষয়ে শ্রীপুর থানার এসআই আবদুল মালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের সঙ্গেই অনাকাঙ্খিত কোনো ঘটনা এড়াতে পাশের একটি মসজিদে আগত তাবলিগ জামাতের মুসল্লিদের রাখা হয়েছে। দুই পক্ষের অনুসারীদেরই সংযত থাকতে বলা হয়েছে।





