ময়মনসিংহ সদরে মসজিদের জমি নিয়ে সৃষ্ট সংঘর্ষে নিহত হয়েছেন রফিকুল ইসলাম (৩৫) ও শফিকুল ইসলাম (২৬) নামের আপন দুই ভাই। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ সদরের চরসিরতা ইউনিয়নের নয়াপড়া গ্রামে। নিহত দুই ভাই সদরের নয়াপাড়া গ্রামের আলী আকবরের ছেলে।
এ ঘটনায় শনিবার দুপুরে দু’জনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায় স্থানীয় মসজিদের জমি নিয়ে আবুল হাসেম নামে এক ব্যক্তির সঙ্গে গ্রামবাসীর একটি অংশের বিরোধ চলে আসছিল। এর আগেও এ জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
শুক্রবার সকালে এ জমি নিয়ে সালিশ বসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সালিশে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল হাসেমের পক্ষের লোকের বাঁশের আঘাতে আহত হন রফিকুল। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে যান ছোট ভাই শফিকুল। পরে একসাথে দুই ভাইকে বাঁশ দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে আবুল হাশেমের লোকজন।
পরে আহত অবস্থায় দুই ভাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান রফিকুল। এরপর তার ছোট ভাই শফিকুলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে শুক্রবার রাতেই তারও মৃত্যু হয়।
আজ শনিবার বিকেল সোয়া ৩টার দিকে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এখনো ঘটনা স্থলে আছি। নিহত দুই ভাইয়ের জানাজা দাফন কাফনের আয়োজন চলছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত লিখিত অভিযোগ না দিলেও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আত্মগোপনে থাকলেও অপরাধীদের খুব দ্রুতই গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ।