সিরাজগঞ্জের সলঙ্গায় মশার কয়েল থেকে গোয়াল ঘরে লাগা আগুনে পুড়ে একটি গাভীসহ নজরুল ইসলাম (২৬) নামে একজন দগ্ধ হয়ে মারা গেছেন।
আজ সোমবার ভোর রাতে সলঙ্গা ইউনিয়নের ফেউকান্দি গ্রামে নুরুল ইসলামের গোয়াল ঘরে আগুন লেগে ঐ ব্যক্তি দগ্ধ হয়ে মারা যান। একই সঙ্গে মারা গেছে একটি গাভীও।
নিহত নজরুল ইসলাম থানার ফেউকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নুরুল ইসলামের গোয়াল ঘরে মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হয়। এসময় ওই ঘরে দুটি গাভী ছিল। নজরুল ইসলাম গাভী দুটিকে বাঁচানোর জন্য গোয়াল ঘরে ঢুকলে একটি গাভীকে বাঁচাতে পারলেও অপর গাভীসহ তিনি পুড়ে মারা যান। খবর পেয়ে পার্শ্ববর্তী লোকজনের সহযোগিতায় উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মী ও সলঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে গোয়াল ঘরটিও সম্পূর্ণ পুড়ে গেছে।
কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে দিয়ে দেয়া হয়েছে বলেও জানান ওসি।