মন্ত্রী-এমপিদের অবাধ বিচরণ ঠেকাতে হবে : সুজন

লোগো সুজন

সারা দেশ

মন্ত্রী-এমপিদের অবাধ বিচরণ ঠেকাতে হবে : সুজন

  • খুলনা ব্যুরো
  • প্রকাশিত ২৭ নভেম্বর, ২০১৮

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের অবাধ বিচরণ ঠেকাতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) খুলনার নেতারা। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারের সহযোগিতাও চেয়েছেন তারা। গতকাল সোমবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা। এ সময় উপস্থিত ছিলেন সুজনের খুলনা জেলা সভাপতি অধ্যক্ষ জাফর ইমাম, লোকমান হাকিম, নিজামুর রহমান লালু, সোহরাব হোসেন, শামিমা সুলতানা শিলু প্রমুখ।

সরকার ও নির্বাচন কমিশনের প্রতি বেশকিছু দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনোভাবেই কোনো দলের পক্ষে প্রভাবিত করা যাবে না। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে সংসদ সদস্যরা যাতে বিশেষ কোনো সুযোগ না পান, সে বিষয়ে সতর্ক থাকার বিষয়টি নিশ্চিত করার দাবিও জানানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads