নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদের উপর শহীদ শেখ রাসেল সেতু উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকালে বানিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নরসিংদী-০৪ মনোহরদী বেলাব আসনের সংসদ সদস্য এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন সেতুটির উদ্বোধন করেন।
নরসিংদীর মনোহরদী ও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদীর উপর ১০ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ১৮২ মিটার দীর্ঘ শহীদ শেখ রাসেল সেতু নির্মাণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মনোহরদীর পাইকান নামক স্থানে সেতুটি নির্মাণ করেন। সেতুটি নির্মিত হওয়ায় কৃষি ও শিল্প সমৃদ্ধ দুই জেলার কয়েক লাখ মানুষের মধ্যে যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হয়েছে। এর ফলে উপকৃত হবে প্রান্তিক এলাকার জনগণ।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আজকে এ সেতু হয়েছে শুধু তাই নয়। দেশের প্রতিটি ইউনিয়নে এমন উন্নয়ন হয়েছে। বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তাঘাট স্কুল কলেজ সব জায়গায় এমন উন্নয়ন হয়েছে। আজকে যারা জ্ঞানপাপী তারা বলতে চায় না। তারা অস্বীকার করতে চায়। শেখ হাসিনার উন্নয়ন আজকে সারা বিশ্বের কাছে সমাদৃত।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারায় আজকে মনোহরদীতে এতো উন্নয়ন হয়েছে। একটা স্কুল কলেজ রাস্তা এমন একটা জায়গা পাবেন না যেখানে উন্নয়ন হয়নি। আগামী জানুয়ারীতে আমরা ক্ষমতায় আসলে আমাদের যে কর্মকান্ডগুলি বাকী আছে সগেুলো বাস্তবায়ন হবে।
সাংসদ হুমায়ূন বলেন, আজকে আমাদের পার্শ্ববর্তী জেলার সাথে কিশোরগঞ্জ কটিয়াদি কাপাসিয়া ভৈরবসহ প্রত্যেকটি জায়গায় আমরা সংযোগ স্থাপন করেছি। আমাদের আশেপাশের জেলার প্রত্যেকটি হাইওয়ের সাথে আমাদের সংযোগ স্থাপন করা হয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে এটাও দাবী করেছি গাজীপুরের মতো আমার নরসিংদীতেও এমন একটা সিটি করপোরেশন চাই। আমরা ঢাকার সাথে অত্যন্ত সন্নিকট। আমাদের নরসিংদীকে মানুষ ভিন্ন চোখে দেখে। আমরা বিশ্বাস করি আমরা আগামীতে ক্ষমতায় আসলে সিটি করপোরেশন সহ একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে।
বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক হাসান, উপজেলা প্রকৌশলী আবদুল সাকের, জেলা পরিষদের সদস্য এ্যাড. মো শহিদুল্লাহ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল গণি মাস্টার প্রমূখ।