জাতীয় পার্টির সদ্য বিদায়ী মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ওঠা মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তদন্তে করা হবে বলে জানিয়েছেন পার্টির নতুন মহাসচিব ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
আজ সোমবার বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
মনোনয়ন বাণিজ্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাঙ্গা বলেন, “এই অভিযোগের প্রসঙ্গে সত্যতা, অসত্যতা রয়েছে। নানা বক্তব্য আছে। আমরা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যরা গত রাতে আলোচনা করেছি। অভিযোগ প্রমাণিত হলে জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্যদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এর আগে সোমবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত একটি চিঠিতে এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।
জাতীয় পার্টির একটি সূত্র জানায়, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে সম্প্রতি দলীয় মনোনয়ন নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এ নিয়ে দলের অনেক নেতা বনানী কার্যালয়ে বিক্ষোভ করেন। এসব কারণে তাকে সরানো হয়েছে। এছাড়াও মনোনয়নপত্র বাছাইয়ে রোববার ঋণখেলাপির কারণে রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল হয়।