আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে হিরো আলম মনোনয়নপত্র উত্তোলন করেছেন। ২৬ শে নভেম্বর নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শারমিন আখতারের নিকট থেকে তিনি এ মনোনয়নপত্র উত্তোলন করেন। এ সময় তার সাথে জাতীয় পার্টির নেতা নজরুল ইসলাম ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন মিডিয়া, পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত-সমালোচিত এ হিরো আলম। তার পুরোনাম আশরাফুল হোসেন আলম। তিনি হিরো আলম নামে পরিচিত।
এ হিরো আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী। হিরো আলম বলেন, ‘বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আমি নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। তাই মনোনয়নপত্র উত্তোলন করলাম। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করি’।