গোপালগঞ্জে সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত দুইটি বাল্য বিবাহ ভেঙ্গে দিয়েছে।
সদর উপজেলার সুলতানশাহী গ্রামে এই দুটো বিয়ের আয়োজন করেছিল।
খবর পেয়ে সদর সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে বিয়ে ভেঙ্গে দেন এবং বর ও কনে পক্ষকে প্রথমে আটক করেন।
পরে উভয় পক্ষকে ১০ হাজার টাকা করে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। অপর বিয়ে বাড়ীর লোকজন ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।