বাজারের চাহিদা ও সরবরাহের কথা বিবেচনা করে ভ্যালু টপের নতুন মাউস বাজারে এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস। নতুন ডিজাইন ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের মাউসটির মডেল ১০০ইউ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কারিগরি ও গুণগত মান নিশ্চিত করে এসব মাউস তৈরি করা হয়। ভ্যালু টপ ১০০ইউ মডেলের মাউসটি এক বছরের ওয়ারেন্টিসহ কেনা যাবে ২২৫ টাকায়। বিস্তারিত জানতে- ৯৬১২৬২৯। বিজ্ঞপ্তি