ভোলায় ব্যবসায়ীর ঘরে মিলল ৩৮ বস্তা সরকারি চাল

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ভোলায় ব্যবসায়ীর ঘরে মিলল ৩৮ বস্তা সরকারি চাল

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ এপ্রিল, ২০২০

এবার ভোলার দৌলতখান উপজেলায় জুয়েল নামের মুদি ব্যবসায়ীর বসত ঘরের ভেতর থেকে ৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন । মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দলিলউদ্দিন খায়ের হাট বাজার সংলগ্ন মিজি বাড়ির মুদি ব্যবসায়ী জুয়েলের বসতঘর থেকে এ চাল উদ্ধার করা হয়। এসব চাল ১০ টকা মূল্যের সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দৌলতখান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ জানান গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান সঙ্গীয় ফোর্স সহ তিনি অভিযান চালিয়ে সরকারি ৩৮ বস্তা চাল সহ ব্যবসায়ী জুয়েল ও তার ভাই কচিকে আটক করে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান আটক কৃতদেও আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে একটি রাজনৈতিক প্রভাবশালী মহল আটককৃত চাল সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির নয় প্রমানের জন্য জোর তদবীর চালাচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads