ভোমরায় দুই মাসে রাজস্ব ঘাটতি ৪০ কোটি টাকা

ভোমরা শুল্ক স্টেশন

সংগৃহীত ছবি

বাণিজ্য

ভোমরায় দুই মাসে রাজস্ব ঘাটতি ৪০ কোটি টাকা

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ২২ সেপ্টেম্বর, ২০১৮

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৪৯ কোটি ৭৩ লাখ টাকা। বিপরীতে রাজস্ব আয় হয়েছে ১০৯ কোটি ৫৫ লাখ টাকা। অর্থাৎ রাজস্ব ঘাটতি হয়েছে ৪০ কোটি টাকার ওপরে।

বন্দর সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ১৪৯ কোটি ৭৩ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে জুলাই মাসে ৬৪ কোটি ৮৬ লাখ টাকা এবং আগস্টে ৮৪ কোটি ৮৭ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়। এর বিপরীতে জুলাই মাসে ৪৯ কোটি ২ লাখ এবং আগস্টে ৬০ কোটি ৫৩ লাখ টাকা রাজস্ব আদায় করেছে বন্দর কর্তৃপক্ষ। সব মিলে দুই মাসে রাজস্ব আয় হয়েছে ১০৯ কোটি ৫৫ লাখ টাকা। এতে লক্ষ্যের চেয়ে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪০ কোটি ১৮ লাখ টাকা।

তবে বন্দর সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ২২টি পণ্য নতুন করে আমদানির অনুমোদন পাওয়ায় এ ঘাটতি কাটিয়ে ওঠা যাবে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু বলেন, বছর শেষে এ ঘাটতি থাকবে না। প্রথম দুই মাসে বাংলাদেশ ভারতে বেশ কয়েক দিন সরকারি ছুটি থাকায় এবং ভারতে শ্রমিক সংগঠনগুলো ‘বন্দ’ পালন করায় রাজস্ব ঘাটতির ঘটনা ঘটেছে। ২২ পণ্য আমদানিতে সরকার নতুন করে ছাড় দিয়েছে। এতে রাজস্ব আহরণের পরিমাণ বেড়ে যাবে বলে তিনি  আশা ব্যক্ত করেন।

কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের খুলনা অঞ্চলের কমিশনার কেএম অহিদুল ইসলামও একই কথা বলেন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads