যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ব্যবধান খুব কম হওয়ায় ভোট পুনঃগণনার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া।
জর্জিয়ায় জো বাইডেন প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে মাত্র ১৪ হাজার ভোট বেশি পেয়েছেন। এ অঙ্গরাজ্যে ১৬টি ইলেকটোরাল ভোট রয়েছে।
২০শে নভেম্বরের মধ্যে নির্বাচনি চূড়ান্ত ফল ঘোষণা হবে বলে জানিয়েছেন সেক্রেটারি অব স্টেট। তবে জর্জিয়ার নির্বাচনের ফলে বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে বাঁধা হবে না।
এদিকে আলাস্কা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পর বুধবার আলাস্কার নির্বাচনি ফল ঘোষণা করা হয়। আলাস্কার তিনটি ইলেকটোরাল ভোটসহ ট্রাম্প পেয়েছে মোট ২১৭টি ইলেকটোরাল ভোট। অপরদিকে নব নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের ঝুলিতে রয়েছে ২৭৯টি ইলেকটোরাল ভোট।
জর্জিয়া ছাড়াও এখনও ফল ঘোষণা বাকি অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের।