শোবিজ

ভোট দিলেন ফারিয়া-অপু দম্পতি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২ ফেব্রুয়ারি, ২০২০

গত পাঁচ দিন ধরে ঢাকার বাইরে ছিলেন শবনম ফারিয়া। কারণটা ছিল নাটকের শুটিং। সৈয়দ শাকিলের ধারাবাহিক নাটক ‌‘ফান ফ্যাক্টরি ট্যুর’-এ মৌলভীবাজার ছিলেন তিনি। আর ঢাকায় ফিরলেন গতকাল সকাল ৭টায়। ফিরেই প্রথম যে কাজটি করলেন তা হলো ভোট প্রদান।

সকাল ৮টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ শুরু হয়। আর একেবারের প্রথম দিকে ভোটকেন্দ্রে হাজির হন ফারিয়া। এ সময় সঙ্গে যান তার স্বামী হারুন-উর রশীদ অপু। ভোট শেষ করেই চটজলদি ছবিও তুলেছেন এই তারকা। এরপর ফিরে গেছেন বাসায়। মৌলভীবাজার থেকে ফেরার ক্লান্তি ভুলতে এখন তিনি বিশ্রামে।

এদিকে গত পাঁচ দিন ফারিয়া শুটিং করেছেন ‘ফান ফ্যাক্টরি ট্যুর’ নামের ধারাবাহিক নাটকে। যেখানে আরো অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, আখম হাসানসহ অনেকে। নাটকটি এটিএন বাংলার জন্য নির্মিত হয়েছে। শিগগিরই চ্যানেলটিতে এটি প্রচার হবে বলে জানালেন এর শিল্পীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads