নির্বাচন

ভোটের পরিবেশ ভালো, ভোটার আনতে প্রার্থীর কর্মীরা তৎপর

  • প্রকাশিত ২১ মে, ২০২৪

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ভাল পরিবেশে ভোট গ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতির হার কম। এদিকে প্রার্থীর কর্মী সমর্থকরা নিজ নিজ ভোটারদের ভোট কেন্দ্রে আনতে তৎপর হয়ে উঠেছে।

সরেজমিনে বেলা ২ ঘটিকায় দেখা যায়- চাঁদখানা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৩২৪১ জন। এ ভোট কেন্দ্রে ২টা পর্যন্ত পড়েছে ১০০৫ ভোট। অন্যদিকে চাঁদখানা ডোংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ২৮৩৮ জন। দুপুর সাড়ে বারটা পর্যন্ত পড়েছে ৭৪৭ ভোট। এদিকে দক্ষিণ পুষনা ইউনাইটেড সপ্রাবি এর পুরুষ কেন্দ্রে মোট ভোটার ২০৯১ জন। বেলা ১১ টা পর্যন্ত পড়েছে ৩৮৪ ভোট। মহিলা কেন্দ্রে ভোটার সংখ্যা ১৯৯০ জন। এ কেন্দ্রে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত পড়েছে ১৫০ ভোট। সরেজমিনে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা যায়।

এদিকে বেলা বাড়ার সাথে সাথে প্রার্থীর কর্মী সমর্থকদের ভোটার উপস্থিতি বৃদ্ধিতে তৎপর দেখা গেছে। ভোটারদের উপস্থিতি বৃদ্ধিতে প্রার্থীর কর্মী সমর্থকরা ভ্যানে যোগে ভোটার আনার চেষ্টা করছে। চাঁদখানা উচ্চ বিদ্যালয়ে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতির হার বাড়তে দেখা গেছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়- কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়নের ৯২ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণে ২ প্লাটুন বিজিবি সদস্য, পুলিশের ৯টি মোবাইল টিম, ২টি স্টাইকিং ফোর্স, আনসার ব্যাটালিয়ানের ৩০ সদস্যের ২টি টিম কাজ করছে। এছাড়াও র‌্যাবের টহল অব্যাহত রয়েছে। আরও রয়েছে ৯ ইউনিয়নে ৯ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা জানান- অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে মাঠে ৯ জন ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার ব্যাটালিয়ানের টিম সার্বক্ষণিক টহলে রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads