কুষ্টিয়ার ভেড়ামারা শহরের কাঠের পুল এলাকায় চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে হৈমন্তি পাল হ্যাপী (২৮) নামে এক এনজিও কর্মী আত্মহত্যা করেছেন।
সে মিরপুর উপজেলার পৌরসভার খন্দকবাড়ীয়া এলাকার বিকাশ কুমার পালের মেয়ে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জালাল বলেন, বেসরকারি সংস্থা ব্রাকের ভেড়ামারা অফিসের আরবান শাখার একজন মাঠকর্মী ছিলেন হৈমন্তি পাল। শনিবার ভেড়ামারা থানার এস আই মনির গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে। লাশের পাশে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একজনকে দায়ী করে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। ঘটনায় ভেড়ামারা থানায় মামলা দায়ের প্রস্ততি চলছে।





