ভোলাগঞ্জ দি‌য়ে ফের শুরু হ‌চ্ছে পাথর আমদানি

প্রতিনিধির পাঠানো ছবি

আমদানি-রফতানি

ভোলাগঞ্জ দি‌য়ে ফের শুরু হ‌চ্ছে পাথর আমদানি

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত ৪ অগাস্ট, ২০২১

টানা ক‌য়েক মাস বন্ধ থাকার পর সিলেটের ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আগামীকাল বৃহস্প‌তিবার থে‌কে ফের শুরু হ‌চ্ছে বোল্ডার পাথর আমদানি।

মহামারি করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত প‌হেলা মে থে‌কে ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশে পাথর রপ্তানি বন্ধ করে দেয় ভারত। ফ‌লে বাংলাদেশের ব্যবসায়ীরা পাথর আমদানি করতে পারেনি।

এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর আমদানির খবরে পাথর ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আবদুর রউফ।

জানা গেছে, ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে প্রতি বছর ভারত থেকে বিপুল পরিমাণ পাথর ও চুনাপাথর আমদানি করা হয়। ভারতে খনি থেকে যান্ত্রিক পদ্ধতিতে ও মাইন বিস্ফোরণ ঘটিয়ে পাথর ও চুনাপাথর উত্তোলন করা হয়। বাংলাদেশের ব্যবসায়ীরা ভোলাগঞ্জসহ বিভিন্ন শুল্ক স্টেশন ও স্থলবন্দর দিয়ে সেসব পাথর ও চুনাপাথর আমদানি করেন।

ভোলাগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আবদুর রউফ জানান, মূলত ভারত ফের পাথর রপ্তানি শুরুর সিদ্ধান্ত নিয়েছে। সে দেশের রপ্তানিকারকের পাথর রপ্তানি ফের শুরু করতে চেয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের চিঠি দিয়েছেন। ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে কাস্টমসের সাথে কথা বলেছেন। এখন আমদানি শুরু হওয়ার অপেক্ষায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads