টাঙ্গাইলে ভূঞাপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার ভালকুটিয়া-চিতুলিয়াপাড়া রাস্তা ভেঙে লোকালয়ে বন্যার পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। বর্তমানে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে বইছে যমুনার পানি।
রোববার সকালে তীব্র পানির স্রোতে রাস্তাটি ভেঙ্গে যায়। ফলে চারটি গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে মানুষের যাতায়াতের দুর্ভোগ বেড়েছে। প্রায় তিন কিলোমিটার ঘুরে এসব এলাকার মানুষ যাতায়াত করছে। গেল এক সপ্তাহ ধরে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীর তীর ডুবে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে উপজেলার কষ্টাপাড়া, খানুরবাড়ি, ভালকুটিয়া, স্থকাশি, চিতুলিয়াপাড়ায় বন্যার পানি প্রবেশ করায় হাজারো মানুষ কষ্ট আছে। তলিয়ে গেছে আমনক্ষেত, বীজতলা ও পুকুর। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে হতাশায় পড়বে সাধারণ খেটে খাওয়া মানুষ।
ভালকুটিয়া গ্রামের লিটন বলেন, নদীর তীরবর্তী হওয়ায় প্রতিবছর আমাদের বসতভিটা আস্তে আস্তে নদী গর্ভে চলে যাচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বেড়িবাঁধ চাই।
নিকরাইল সাবেক ইউপি চেয়ারম্যান, ভালকুটিয়া গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর মন্ডল বলেন, আগ্রাসী যমুনায় নিঃস্ব শত শত পরিবার, বিলীন হয়ে গেছে শত শত বাড়িঘর, মসজিদ। বারবার অবহিত করলেও পানি উন্নয়ন বোর্ড কর্যত কোন পদক্ষেপ নিচ্ছে না। ব্যাক্তিগতভাবে এর আগে ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলা হয়েছে।
সরেজমিনে রবিবার সকালে দেখা গেছে, ভালকুটিয়া-চিতুলিয়াপাড়া রাস্তা ভেঙ্গে দুর্ভোগে হাজারো মানুষ। এছাড়া যমুনা নদীর তীরে ভালুকুটিয়া গ্রামে দুটি মসজিদ নদী গর্ভে বিলীন হওয়ার পথে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানায়, যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর ফলে ভূঞাপুরে যমুনা নদীর ভাঙ্গন দেখা দিয়েছে। পানি কমলে ভাঙ্গন, রোধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার গাবসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, পুরো গাবসারা ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি। কিছু উঁচু জায়গায় ভানভাসি মানুষ আশ্রয় নিয়েছে। পানি বাড়া অব্যাহত থাকলে আশ্রয়ের কোন জায়গা থাকবে না। এরই মধ্যে আশপাশের কিছু কিছু এলাকায় ভাঙ্গন দেখা গেছে। তলিয়ে গেছে ফসলি জমি।
ভূঞাপুর উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল জানান, বন্যায় এ পর্যন্ত প্রায় ১০ হেক্টর রোপা আমন তলিয়ে গেছে। অন্যান্য ফসল আগেই কেটে ফেলা হয়েছে।