টাঙ্গাইলে ভূঞাপুরে চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এ বছর ৩০ হাজার টন চাল উৎপাদন হবে বলে আশা করছে কৃষি অফিস। তবে সঠিক দাম নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা।
কৃষি অফিসের তথ্যমতে, চলতি বছর এ উপজেলায় আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫ হাজার হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে ধান।
অনুকূল আবহাওয়া আর কৃষি বিভাগের সহায়তায় ধানের বাম্পার ফলন হয়েছে বলে মনে করেন উপজলো কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাশেদুল হাসান।
সরেজমিনে ভূঞাপুরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, আমন ধানে ভরে গেছে ফসলের মাঠ। যতদূর চোখ যায় মাঠ জুড়ে শুধু সোনালি ধান। চাষিরা ব্যস্ত সময় পার করছেন ধান কাটা, মাড়াই, ঝাঁড়াই ও নতুন ধান বাজারে তোলার কাজে।
উপজেলার কয়েড়া গ্রামের কৃষক মো. জয়নাল জানান, এবার আমনের ফলন খুব ভালো, তবে ধান উৎপাদনে আমাদের খরচ উঠেনা। এজন্য কৃষকরা ধানের দাম নিয়ে সন্তুষ্ট নন। তাদের অভিযোগ, সরকার ধানের দাম মণ প্রতি ১ হাজার ৪০ টাকা নির্ধারণ করলেও বাজারে পাচ্ছেন ৮০০ থেকে ৮৫০ টাকা। তাই তাদের দাবি সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে যেন ধানক্রয়সহ ন্যায্য দাম নিশ্চিত করেন।