প্লে স্টোর থেকে ভুয়া এবং ক্ষতিকর অ্যাপ অপসারণে অনেক দিন ধরেই কাজ করছে গুগল। এরই অংশ হিসেবে এবার ২৯টি ভুয়া ক্যামেরা এবং ফটো অ্যাপ অপসারণ করেছে গুগল।
গুগল বলছে, এসব অ্যাপ শুধু বিজ্ঞাপন দেখিয়ে আয় করার জন্যই তৈরি করা হয়েছে। এর বাইরে কয়েকটি অ্যাপের বিরুদ্ধে আবার গ্রাহকদের বিভ্রান্ত করা এবং তাদের ছবি ও ভিডিও চুরিরও অভিযোগ এনেছে গুগল।
অপসারিত অ্যাপের মধ্যে কয়েকটি অ্যাপ ফুল স্ক্রিন বিজ্ঞাপন দেখতে ব্যবহারকারীদের বাধ্য করত। এসব বিজ্ঞাপনে অনেক ক্ষেত্রেই পর্ন এবং ফিশিং বিজ্ঞাপনও থাকত। কিছু অ্যাপ ছবি বিউটিফাই করার কথা বললেও আদতে সেসব ছবি হাতিয়ে নিত এবং ধাপে ধাপে গ্রাহকদের বিভ্রান্ত করত।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রোর মোবাইল থ্রেট বিশ্লেষক লরিন ওউ জানান, এসব বিজ্ঞাপন দেখানোর পেছনে কোনো অ্যাপের হাত আছে তা সহজে বোঝার কোনো উপায় ছিল না। কয়েকটি অ্যাপ ফিশিং ওয়েবসাইটে রিডাইরেক্ট করা ছিল, যেখানে ব্যবহারকারীদের কাছে ঠিকানা বা ফোন নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য চাওয়া হতো।
অ্যান্ড্রয়েড অ্যাপ লিস্টেও নিজেদের আইকন ঢেকে রাখত অ্যাপগুলো। এতে করে অ্যাপগুলো আনইনস্টল করা যেত না।
ট্রেন্ড মাইক্রোর গবেষকরা জানিয়েছেন, কয়েকটি অ্যাপ ছবি সুন্দর করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিত। তাদের নির্দিষ্ট সার্ভারে ছবি আপলোড করতে বলত। পরে নয়টি ভিন্ন ভিন্ন ভাষাসহ এডিট ছাড়াই ছবি পাঠিয়ে দিত। অ্যাপটির মাধ্যমে এর নির্মাতারা আপলোড করা ছবিগুলো পেয়ে যেত। ভুয়া প্রোফাইল ছবি দিতে বা অন্য কোনো খারাপ উদ্দেশ্যে ছবিগুলো ব্যবহার করা হতো।