ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

ছয় মাস বয়সী শিশু রিয়ান

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

  • বরিশাল ব্যুরো
  • প্রকাশিত ৮ ফেব্রুয়ারি, ২০১৯

কয়েকদিন ধরে  ঠান্ডা-জ্বরে ভুগছিলেন ছয় মাস বয়সী শিশু রিয়ান। এ জন্য গত বুধবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃবিভাগের শিশু বিশেষজ্ঞ ডা. মাহমুদ হাসানের কাছে নিয়ে যান। ডা. তাকে সালটোলিন ইনহেলার ব্যবহারের পরামর্শ দেন। ইনহেলারটি বরিশাল সদর হাসপাতাল রোডের বেস্ট ফার্মেসি থেকে কেনার পরামর্শ দেন তিনি।

ডাক্তারের পরামর্শ মোতাবেক শিশুটিকে রাতেই ওই ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। ফার্মেসিতে গিয়ে ইনহেলারটি কেনেন। ওষুধের দোকানের সেলসম্যান ইনহেলারটি শিশুকে ব্যবহার করান। ইনহেলারটি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই শিশুর  মৃত্যু হয়। মারা যাওয়া শিশুর বাবা-মা এই অভিযোগ করেন।

তবে চিকিৎসক মাহমুদ হাসান খান ওই শিশুর বাবা-মায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, পরামর্শ সকালে দেওয়া হয়েছিল, কিন্তু ইনহেলার ১০ ঘণ্টা পর নিয়েছে। এতে শিশুর অসুস্থতা বাড়ায় তার মৃত্যু হতে পারে। ওষুধের দোকানের সেলসম্যান জানান, চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ীই শিশুটিকে ইনহেলার দেওয়া হয়েছে। তাদের কোনো ত্রুটি ছিল না।

মৃত রিয়ান হাওলাদার নগরীর সিঅ্যান্ডবি রোড ইসলামপাড়া সড়কের আল-আমিনের ছেলে। রিয়ান ২ ভাই-বোনের মধ্যে ছোট। রিয়ান হাওলাদারের মা শাহানাজ বেগমের অভিযোগ, ইনহেলারটি দেওয়ার সঙ্গে সঙ্গে শিশু রিয়ানের মৃত্যু হয়। তাদের অভিযোগ ভুল চিকিৎসায় শিশুটি মারা গেছে। এরপর শিশুটিকে নিয়ে তার বাবা-মা থানায় যান এবং এ ঘটনার বিচার দাবি করেন। তবে  তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, শিশুটির ময়নাতদন্ত হবে। অভিযোগের তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads