স্মার্টফোন ব্র্যান্ড ভিভো তাদের ফোনে নতুন সব প্রযুক্তি আনায় জোর দিয়েছে। দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা চীনা প্রতিষ্ঠানটি এবার নতুন একটি হ্যান্ডসেট আনতে যাচ্ছে। ভিভো জেড৫ এক্স মডেলের হ্যান্ডসেটটি কবে নাগাদ আসছে, তা জানা না গেলেও ইতোমধ্যে বেশ কিছু সাইটে ফোনটির তথ্য ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া সেসব তথ্য থেকে জানা যাচ্ছে, ফোনটিতে থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে। এটিই হবে প্রতিষ্ঠানটির প্রথম এমন ডিসপ্লের ফোন।
এছাড়া ফোনটিতে শক্তিশালী ৫ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে বলে সেই তথ্য থেকে জানা যাচ্ছে। ভিভো সম্প্রতি তাদের জেড৫ সিরিজের হ্যান্ডসেট আনার ঘোষণা দিয়েছে।
ফোনটিতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬৭০ বা ৬৭৫ চিপসেট। এর আগে গত মাসেই প্রতিষ্ঠানটির বাজারে ছাড়া জেড৩এক্স ফোনে দিয়েছে ৬৬০ চিপসেট।
নতুন ফোনটি চলতে পারে গুগলের অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেমে। এর বাইরে আর কোনো তথ্য জানা যায়নি। তবে ফোনটি কবে আসবে, কত দাম হবে সে সম্পর্কেও কিছু জানাতে পারেনি কেউ।