ভিন্ন পরিকল্পনায় কাজী সোমা

কণ্ঠশিল্পী কাজী সোমা

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

ভিন্ন পরিকল্পনায় কাজী সোমা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ জানুয়ারি, ২০১৯

এক যুগেরও বেশি সময় ধরে দেশ-বিদেশে সঙ্গীত পরিবেশন করে আসছেন কণ্ঠশিল্পী কাজী সোমা। পুরো বছরজুড়ে বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। শুধু স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকার কারণে নিজের মৌলিক গানের প্রতি মনোযোগ দেওয়ার সময় হয়ে ওঠেনি তার। আর তাই নতুন বছরে তিনি নিজের নতুন মৌলিক গান সৃষ্টিতে মনোযোগ দেবেন তিনি। এরই মধ্যে সঙ্গীত পরিচালক নাজির মাহমুদের সঙ্গে কথা হয়েছে। সোমার জন্য তিনি নতুন গানের সুর সৃষ্টি করবেন। আর সেসব সুরের গীতিকবিতা লিখবেন আহমেদ রিজভী।

কাজী সোমা বলেন, ‘নতুন বছর শুরু হয়েছে। নতুন বছরে নিজের মৌলিক গান সৃষ্টিতে একটু বেশিই মনোযোগ দেওয়ার চেষ্টা করব। এরই মধ্যে সঙ্গীত পরিচালক নাজির মাহমুদ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে।

আহমেদ রিজভী আমার একজন প্রিয় গীতিকার। আমি চাই আমার মনের মতো কিছু গান তিনি লিখে দেবেন। আর তাতেই আশা করছি নতুন বছরে আমার ভক্ত-শ্রোতাদের জন্য মনের মতো গান করতে পারব।’

কাজী সোমা পেশাগতভাবে গানের সঙ্গে সম্পৃক্ত ২০০৫ সাল থেকে। তার প্রিয় সঙ্গীতশিল্পী রুনা লায়লা। এদিকে কিছুদিনের মধ্যেই স্টেজ শোতে স্পেন যাওয়ার কথা রয়েছে কাজী সোমার। আগামী ১৬ জানুয়ারি তিনি নারায়ণগঞ্জে একটি স্টেজ শোতে পারফর্ম করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads