সারা দেশ

ভাষাসৈনিক আবুল হোসেন আর নেই

  • প্রকাশিত ৩১ মার্চ, ২০২১

ভাষাসৈনিক আবুল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৩১ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অচেতন অবস্থায় ভাষাসৈনিক আবুল হোসেনকে হাসপাতালে আনা হয়। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে গেছেন স্বজনরা।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ভাষাসৈনিক আবুল হোসেন নগরীর বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রামেক হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ভাষাসৈনিক আবুল হোসেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads