ভারতে হোয়াটসঅ্যাপের প্রধান নিয়োগ

হোয়াটসঅ্যাপ

ছবি : ইন্টারনেট

সোশ্যাল মিডিয়া

ভারতে হোয়াটসঅ্যাপের প্রধান নিয়োগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২২ নভেম্বর, ২০১৮

হোয়াটসঅ্যাপের ভারতের প্রধান হলেন অভিজিত বোস। তিনি ই-লেনদেনে সংস্থা ‘ইজ়িট্যাপ’-এর সহপ্রতিষ্ঠাতা ও বর্তমান সিইও। শিল্পমহলের কাছে তিনি ববি নামেই বেশী পরিচিত। মার্ক জ়াকারবার্গের ওয়াটসঅ্যাপে যোগ দেবেন আগামী বছরে। ২০১৯-এই কাজ শুরু করবে ‘হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া’। প্রধান হিসেবে থাববেন ববি।

আমেরিকার বাইরে এটিই হবে হোয়াটসঅ্যাপের প্রথম কোন পূর্ণাঙ্গ অফিস। অফিস থাকবে ভারতের গুরুগ্রামে।

এদিকে হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ার বার্তা বিনিময়ের জনপ্রিয় মাধ্যম হলেও এর মাধ্যমে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছে বারবার। পিটিয়ে খুন, হিংসার বেশ কিছু ঘটনাও ঘটেছে। বিভিন্ন মহলে সমালোচনার মুখে নরেন্দ্র মোদী সরকার ভুয়ো খবর রোখার জন্য একাধিক বার নোটিস পাঠিয়েছে হোয়াটসঅ্যাপকে। যার সূত্রে ভারতে এসে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্করপ্রসাদের সঙ্গে বৈঠক করেন হোয়াটসঅ্যাপের কর্তারা। সরকারের বক্তব্য ছিল, অভিযোগ নিষ্পত্তির জন্য সংস্থাটিকে অফিস রাখতে হবে ভারতে। প্রয়োজনে ভুয়ো খবরের উৎস জানার ব্যবস্থা করতে হবে। হোয়াটসঅ্যাপের কর্তারা তখনই আশ্বাস দিয়েছিলেন, কিছু দিনের মধ্যেই তারা ভারতে অফিস তৈরি করবেন। ভুয়া খবরের উৎস সন্ধানের বিষয়টি দেখার জন্য অফিসার নিয়োগ করতে বলা হয়েছিল। তার সূত্রে, কিছু দিন আগেই আমেরিকাবাসী কোমল লাহিড়ীকে ‘গ্রিভান্স অভিসার’ নিয়োগ করেছে। ববির নিয়োগও সেই সূত্রে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads