ভারতের লোকসভা নির্বাচন এপ্রিল-মে মাসে, ১১ এপ্রিল ভোট গ্রহণ শুরু

সংগৃহীত ছবি

ভারত

ভারতের লোকসভা নির্বাচন এপ্রিল-মে মাসে, ১১ এপ্রিল ভোট গ্রহণ শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ মার্চ, ২০১৯

ভারতের নির্বাচন কমিশন সপ্তদশ লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। আগামী ১১ এপ্রিল থেকে এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে ৭ দফায় আগামী ১৯ মে পর্যন্ত চলবে। আর এ নির্বাচনের ফল ঘোষণা করা হবে আগামী ২৩ মে। 

প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা রোববার লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন।

মোট ৭ দফার লোকসভা নির্বাচনের প্রথম দফায় ২২টি রাজ্যের মোট ৯১ টি আসনে ১১ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর ১৮ এপ্রিল দ্বিতীয় দফা, ২৩ এপ্রিল তৃতীয় দফা, ২৯ এপ্রিল চতুর্থ দফা, ৬ মে পঞ্চম দফা, ১২ মে ষষ্ঠ দফা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে মোট প্রায় ৯০ কোটি ভোটার ভোট প্রদান করবেন এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা প্রায় দেড় কোটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads