ভাবীর মৃত্যুতে দুই দেবরের ঝগড়া, ছুরিকাঘাতে এক দেবর নিহত

প্রতীকী ছবি

সারা দেশ

ভাবীর মৃত্যুতে দুই দেবরের ঝগড়া, ছুরিকাঘাতে এক দেবর নিহত

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ সেপ্টেম্বর, ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভাবীর অপমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুই দেবরের মধ্যে তর্ক হয়। তর্কের একপর্যায়ে দেবর আবদুর রশিদের ছুরিকাঘাতে চাচাতো দেবর জাবেদ আলীর মৃত্যু হয়েছে।

এ সময় জাবেদের বাবা জয়নাল আবেদীন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকেই দেবর আবদুর রশিদ পলাতক রয়েছেন।

জানা যায়, গত সোমবার উপজেলার ঘাটেশ্বরী গ্রামের প্রবাসী আবদুর রহিমের স্ত্রী আফরোজা আক্তার(৩০) বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। নিহতের চাচাতো দেবর জাবেদ আলী এ ঘটনায় আবদুর রশিদের অরক্ষিত বিদ্যুৎ লাইনকে দায়ী করেন। এ নিয়ে দুই চাচাতো ভাই তর্কে জড়িয়ে পড়েন। এ সময় তাদের ঝগড়া মেটাতে জাবেদ আলীর বাবা জয়নাল আবেদীন এগিয়ে আসেন। উত্তেজিত হয়ে আবদুর রশিদ ঘরে গিয়ে ছুরি এনে জাবেদ আলীর পেটে ঢুকিয়ে দেন। বাধা দিলে তার বাবা জয়নাল আবেদীনকেও বিভিন্ন স্থানে আঘাত করেন। ওই রাতেই দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকেলে জাবেদ আলী মারা যায়।

সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads