বড়পর্দায় ফিরছেন রাইমা সেন

রাইমা সেন

ছবি : সংগৃহীত

শোবিজ

বড়পর্দায় ফিরছেন রাইমা সেন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ৩ ডিসেম্বর, ২০১৮

আবারো বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। মুরারীমোহন রক্ষিত পরিচালিত ‘রিইউনিয়ন’ ছবির মাধ্যমে ফিরছেন তিনি। ছবিতে রাইমার বিপরীতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। এমনটাই জানা গেছে ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে।

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ছবির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন রাইমা। সাংবাদিকদের তিনি জানান, নব্বই দশকের কলকাতার ছাত্র রাজনীতি ও বন্ধুত্বের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। ‘রিইউনিয়ন’ ছবিতে তার অভিনয় খুব বড় নয়, তবে তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। ছবির গল্প তার খুব পছন্দ হয়েছে।

ছবিটির গল্প, পরিচালনা ও প্রযোজনা করেছেন দুবাইবাসী মুরারীমোহন রক্ষিত। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সদর্শী দত্ত, সৌরভ দাস ও অনেকে। ছবিতে বিশেষ চরিত্রে অভিনয়ে দেখা যাবে নচিকেতাকেও। পরিচালক সূত্রে জানা গেছে, ৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads