বড়পর্দার নতুন ফিচার ফোন আনল ওয়ালটন

ওয়ালটনের বড়পর্দার নতুন ফিচার ফোন

সংগৃহীত ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

বড়পর্দার নতুন ফিচার ফোন আনল ওয়ালটন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ অক্টোবর, ২০১৮

দেশে তৈরি নতুন একটি ফিচার ফোন বাজারে এনেছে ওয়ালটন। ওলভিও এমএল ১৪ মডেলের এ ফোনটিতে আছে ২.৪ ইঞ্চির উজ্জ্বল রেজ্যুলেশনের বড় ডিসপ্লে। এ ছাড়া ১৪০০ মিলি অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি থাকায় দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে।

গ্রাহকের পছন্দমতো গান, ছবি বা ভিডিও সংরক্ষণে ডুয়েল সিমের ফোনটি ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে। এ ছাড়া আছে ডিজিটাল ক্যামেরা। জিপিআরএস সমৃদ্ধ ইন্টারনেট ব্যবহারের সুবিধার ফোনটিতে রয়েছে বিল্ট-ইন ফেসবুক। ছবি, ভিডিও বা ফাইল আদান-প্রদানের জন্য আছে ব্লুটুথ। কল বা মেসেজ নোটিফিকেশনে ব্যবহার করা যাবে কিপ্যাড ও টর্চলাইট। বিরক্তিকর ও অনাকাঙ্ক্ষিত নম্বর থেকে কল আসা বন্ধ করতে রয়েছে ব্ল্যাকলিস্ট ও হোয়াইট লিস্টের সুবিধা। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে এমপিথ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার। ফোনটির দাম এক হাজার টাকা।

ওয়ালটন সূত্রে জানা গেছে, দেশে তৈরি এই ফোনে ক্রেতারা পাবেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। ফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি দেখা দিলে এটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেওয়া হবে। এ ছাড়া ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া এক বছরের রেগুলার ওয়ারেন্টি থাকছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads