জীবন ধারা

ব্রিটেনে লিঙ্গ বৈষম্য

বেড়েছে যৌন হয়রানি

  • বাসস
  • প্রকাশিত ১ ফেব্রুয়ারি, ২০১৮

ব্রিটেনে নারীর ভোটাধিকার পাওয়ার পর একশ বছর পার হয়ে গেছে। কিন্তু এখনো সেখানে নারী-পুরুষের প্রকৃত সমঅধিকার অধরাই রয়ে গেছে। বরং সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বব্যাপী যৌন হয়রানির অভিযোগ ব্যাপকভাবে বেড়ে গেছে।

শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা বার্তা সংস্থা সাংবাদিকদের একথা জানানা।

প্যারিস ডিডেরোট ইউনিভার্সিটি’র উইমেন’স হিস্টোরি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক মাইরিয়াম বউসাহবা-ব্রাভার্ড বলেন, ‘উভয় ক্ষেত্রেই, এটা সমঅধিকারের প্রশ্ন।’

বউসাহবা-ব্রাভার্ড বলেন, ‘নারীদের ভোটাধিকার প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমঅধিকার দেয়া হয়েছে। কিন্তু প্রকৃত সমতার ক্ষেত্রে প্রশ্ন দেখা দিয়েছে। শুধুমাত্র আন্দোলনকারী নারীরাই বিষয়টি জানেন।’

ওই শিক্ষক আরো বলেন, ‘তারা যৌন হয়রানীরও সম্মুখীন হয়েছেন। বিশেষত বিক্ষোভ মিছিলকালে তাদের ওপর এ ধরনের হামলা চালানো হয়। এখনও আনুষ্ঠানিক সমতা আসেনি।’

গত বছরের অক্টোবর মাসে বিপুল সংখ্যক নারী মার্কিন পরিচালক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। এর প্রেক্ষিতে বিশ্বজুড়ে বিনোদন জগতে অনুরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

 

সূত্রঃ এএফপি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads