ব্রিজ না থাকায় নৌকায় পারাপার হন ৫ গ্রামের মানুষ

সেতু না থাকায় এভাবেই বছরের অধিকাংশ সময়ে নৌকায় পাড়াপাড় হয় ৫ গ্রামের হাজারো মানুষ

ছবি : বাংলাদেশের খবর

যোগাযোগ

ব্রিজ না থাকায় নৌকায় পারাপার হন ৫ গ্রামের মানুষ

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ অগাস্ট, ২০১৯

সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুর থানার দ্বাদশপট্রি মোড় ওয়াবঁদা সংলগ্ন খালে একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শত শত তাঁতশ্রমিক ও শিক্ষার্থীসহ এলাকার অন্তত সাড়ে তিন হাজার মানুষকে বছরের প্রায় সাড়ে ছয় মাস রশিটানা নৌকায় পারাপার হতে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-এনায়েতপুর-পাচিল আঞ্চলিক সড়কের পূর্ব পাশ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের বরোপিট খালের জনবহুল দ্বাদশপট্টি মোড় এলাকায় বছরের কমপক্ষে ৭ মাস পানি থাকে। খালের পূর্ব ও পশ্চিম পাড়ে প্রায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

এছাড়া সড়কের পূর্ব পাশে অবস্থিত আড়কান্দিচর, বাঐখোলা, পাকুরতলা, গোপিনাথপুর দক্ষিণপাড়া ও দ্বাদশপট্টি পূর্বপাড়া এলাকার হাজার হাজার মানুষ প্রায় ৩০ বছর ধরে বসবাস করে আসছে। এসব এলাকার তাঁত শ্রমিক ও শিক্ষার্থী সহ পথচারীদের যাতায়াতের জন্য বর্ষা মৌসুম সহ বছরের প্রায় সাড়ে ছয় মাস একমাত্র নৌকাই ভরসা। নৌকা পাড়াপাড়ে চরম ভোন্তির কারনে এখানে নৌকার সাথে রশি বেঁধে রাখা হতো। এখন নৌকাও আগের মত তেমন পাওয়া যায়না। এখানে একটি ব্রিজের অভাবে ভেঙে পড়ছে ক্ষুদ্র ব্যবাসা ও শিক্ষা ব্যবস্থা।

এলাকার ব্যবসায়ী আব্দুর রহিম মোল্লা, জিন্নাহ ও আলতাফ হোসেন জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গুরুত্বপূর্ণ এ সেতুটি নির্মাণের জন্য বারবার তাগিদ দেয়া হলেও উপজেলার সীমান্তবর্তী হওয়ায় সেতু নির্মাণের জন্য কেউ এগিয়ে আসেনি। এ কারণে স্থানীয়দের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ এবং এসব গ্রামের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে চরম সমস্যা হচ্ছে।

এ ব্যাপারে জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ বলেন, দ্বাদশপট্টি মোড় দিয়ে খুকনী ও জালালপুর ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করে। এখানে একটি সেতু নির্মান জরুরী কিন্তু ইউনিয়ন পরিষদের বরাদ্দ কম থাকায় প্রকল্প হাতে নেয়া সম্ভব হয় না। এবিষয়ে উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ জরুরী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads