ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ২৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ২৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুলাই, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ২৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে সদর উপজেলার সুলতানপুরে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদর দপ্তরে এ সব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবির ৬০ ও ২৫ ব্যাটালিয়নের যৌথ অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলোর মূল্য ২৩ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৯৩০ টাকা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। বিশেষ অতিথি ছিলেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম।

পরে আলোচনা শেষে অতিথিবৃন্দরা মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে অংশ নেন।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল- ভারতীয় হুইস্কি, ফেনসিডিল, গাঁজা, ইস্কফ, বিয়ার, ইয়াবা ট্যাবলেট, পাতার বিড়ি, তামাক ও চোলাই মদ এবং ফরমূলা সিরাপ। ২০১৯ সালের ২২ অক্টোবর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এসব মাদকদ্রব্য উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

অনুষ্ঠানে বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্ণেল মারুফুল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. ফেরদৌস কবির, ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশিক হাসান উল্লাহ ও ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজিবির রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম বলেন, স্থলপথের পাশাশি জল ও আকাশপথেও মাদক আসে। চোরাকারবারিরা প্রতিনিয়ত তাদের কৌশল বদলাচ্ছে। আমাদেরকেও সেভাবে কাজ করতে হয়। আজকের মাদক ধ্বংস অনুষ্ঠান প্রমাণ করে আমরা কীভাবে নিষ্ঠার সাথে কাজ করি। এগুলো শুধু মালিকবিহীন। মালিকসহ আরও কয়েকগণ বেশি মাদক ধরে আমরা জমা দিয়েছি। মাদ নির্মূলে বিজিবির এককভাবে কাজ করলে হবে না, দেশের প্রত্যেক সুনাগরিককে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads