জলবায়ু সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য একটি বিশেষ ড্রোন নিয়ে কাজ করছে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। অরোরা ফ্লাইট সায়েন্সেস নামক বোয়িংয়ের একটি সহযোগী প্রতিষ্ঠান এ ড্রোন নির্মাণ করছে। ড্রোনটি হবে সম্পূর্ণ সৌরশক্তিচালিত। আগামী বছর এ ড্রোনটি উড্ডয়ন করানো হতে পারে বলে জানিয়েছে অরোরা। ওডেসি নামক এ ড্রোনটি জলবায়ু পরিবর্তন এবং বায়ুমণ্ডল সম্পর্কিত গবেষণার জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করবে।
অরোরা জানিয়েছে, ড্রোন এবং স্যাটেলাইট- উভয়টিরই কাজ করবে ওডেসি। বিমানের থেকেও বেশি উচ্চতায় অবস্থান করবে ড্রোনটি এবং একবারে বড় একটি এলাকার তথ্য সংগ্রহ করতে পারবে। একই সঙ্গে গ্রাউন্ড স্টেশনের সঙ্গেও যোগাযোগ রক্ষা করবে ওডেসি।
একবার উড্ডয়নের পর টানা এক মাস আকাশে অবস্থা করতে পারবে ওডেসি। সৌরশক্তিচালিত হওয়ায় এ সুবিধা মিলবে। এ ছাড়া পরিবেশের জন্য ক্ষতিকর কোনো গ্যাস নিঃসরণ করবে না ড্রোনটি।
আকাশে অবস্থান করলেও সংগৃহীত তথ্য তাৎক্ষণিকভাবে গ্রাউন্ড স্টেশনে পাঠাতে পারবে ওডেসি। আবহাওয়া ও জলবায়ুর তথ্য সংগ্রহের পাশাপাশি যোগাযোগ স্থাপন এবং গোয়েন্দা কার্যক্রমেও এ ড্রোন ব্যবহার করা যাবে বলে জানিয়েছে অরোরা। এ ছাড়া উড্ডয়নের মাঝেই এর প্রোগ্রামেও পরিবর্তন আনা যাবে।