বৈরুতে ভয়াল বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০০

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্য

বৈরুতে ভয়াল বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০০

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৫ অগাস্ট, ২০২০

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ এক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে। এতে অন্তত চার হাজার মানুষ আহত হয়েছে বলে বুধবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

লেবানন রেড ক্রসের এক কর্মকর্তা হতাহতের এ তথ্য জানিয়েছেন।

জর্জ কেত্তানেহ নামের ওই কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এপি জানিয়েছে, বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আহত অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী হাসান দিয়াব বুধবার দেশটিতে জাতীয় শোক ঘোষণা করেছেন। 

গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। গণমাধ্যম ও স্থানীয়দের ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায় বৈরুতের আকাশে কালো ধোঁয়া। স্থানীয়রা জানান এমন বিস্ফোরণ এর আগে তারা কখনো দেখেননি। 

ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, দেশটির রাজধানী শহর সেন্ট্রাল বৈরুতের আকাশে ধোঁয়ার লাল কুণ্ডলী উড়ছে। বিস্ফোরণের শব্দে বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ভবনগুলোর দরজা ও জানালার গ্লাস ভেঙে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। এখন পর্যন্ত কিভাবে এই বিস্ফোরণ ঘটেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।

জার্মানির জিওসায়েন্সেস সেন্টার জিএফজেডের মতে, বিস্ফোরণটি একটি ৩.৫ মাত্রার ভূমিকম্পের সমান জোরে আঘাত করেছিল।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বন্দরে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণ থেকে ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, 'প্রাথমিকভাবে মনে হচ্ছে সংরক্ষণ করে রাখা দাহ্য পদার্থের কারণে অগ্নিসংযোগ ঘটেছে, যেখান থেকেই এই বিস্ফোরণ হতে পারে'।

এদিকে লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন সেনাবাহিনীকে বৈরুতের ক্ষতিগ্রস্ত এলাকায় টহল দেয়ার নির্দেশ দিয়েছেন। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads