মৃত্যুর শোক কাটতে না কাটতেই নির্বাচনী হাওয়ায় সরগরম হয়ে উঠছে পাবনার বেড়া। গত ১০ সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন পাবনার বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ.লীগ বেড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আ. কাদের।
তার মৃত্যুতে এলাকায় শোকের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আগামীতে উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ বেড়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক, অবসর প্রাপ্ত চাকুরীজীবি ও সমাজ সেবক নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করছে। কোন দলের কে প্রার্থী হচ্ছেন তা নিয়ে উপজেলার সর্বত্র মানুষের মধ্যে হাট-বাজার চায়ের দোকানে আলাপ-আলোচনা ও জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে।
সম্ভাব্য প্রার্থীরা কৌশলে তাদের নিজস্ব লোক ও কর্মীদেরকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। আবার অনেক সম্ভাব্য প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার আশায় ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য সহ উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ ও তদবির শুরু করে দিয়েছেন। অপরদিকে উপজেলা চেয়ারম্যান আ. কাদের-এর অকাল মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় বিরোধী দলগুলো বিশেষ করে বিএনপি’র স্থানীয় উপজেলা, জেলা পর্যায়ের নেতারাও হিসাব-নিকাশ শুরু করে দিয়েছেন।
উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে এ পর্যন্ত চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ক্ষমতাসীন আ.লীগ হতে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- যুবলীগ, ছাত্রলীগ বেড়া উপজেলা শাখার সাবেক সভাপতি, বেড়া উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও হাটুরিয়া নাকালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, পাবনা জেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য এএইচএম ফজলুরর রহমান মাসুদ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি এ্যাড. গোলাম হাফিজ, সহ-সভাপতি মো. আজিজ খাঁন, বেড়া পৌর আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আ.লীগ নেতা প্রভাষক আবু সাইদ, রূপপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মোল্লা, পুরান ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি এএম রফিকুল্লাহ, বেড়া উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, জাতসাকিনি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. রেজাউল হক বাবু, ঢালার চর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. কোরবান আলী, বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেসবাহ্ উল হক।
এছাড়াও প্রয়াত বেড়া উপজেলা চেয়ারম্যান আ. কাদেরের সহধর্মিনী রওনক জাহান রানু উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন বলে আশা প্রকাশ করেছেন।
জাতীয়তাবাদী বিএনপি দল হতে যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছেন- বেড়া পৌর বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির, বেড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও কৈটোলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, বেড়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. রইজ উদ্দিন আহম্মেদ, বেড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. লুৎফর রহমান।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৮ মার্চ দ্বিতীয় ধাপে বেড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ১০ সেপ্টেম্বর উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের মৃত্যুতে পদটি শুন্য হয়ে পড়ে।





