বেলাবতে মনোনয়নের বিরোধ ভুলে নৌকাকে বিজয়ী করার অঙ্গীকার

নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের বেলাব উপজেলা আওয়ামী লীগের নেতারা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বেলাবতে মনোনয়নের বিরোধ ভুলে নৌকাকে বিজয়ী করার অঙ্গীকার

  • সুমন বর্মণ, নরসিংদী
  • প্রকাশিত ৪ ডিসেম্বর, ২০১৮

দলীয় মনোনয়নকে নিয়ে বিভক্ত নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী লীগের ঐক্য হয়েছে। জেলা আওয়ামী লীগের মধ্যস্ততায় সকল আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার অঙ্গীকার করেছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এই অঙ্গীকার ব্যক্ত করেছেন জেলার দলীয় শীর্ষ নেতারা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঞার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী-০৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমূদ হুমায়ূন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ফজলুল হক, বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি শমসের জামান ভূঞা রিটন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন ও মহিলা আওয়ামী লীগের সভাপতি শারমিন আক্তান খালেদাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সভায় বেলাব উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। সভায় তারা বিগত দিনে দলীয় কর্মকান্ড ও নিজের সুখ-দুখের কথা তুলে ধরেন।

ওই সময় বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, হুমায়ূন সাহেব প্রবীণ নেতা। যারা আওয়ামী লীগ করে বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যাবে না, তারা নৌকাকে বিজয়ী করতে অঙ্গীকারবদ্ধ। বেলাব উপজেলা একটি প্রগতিশীল এলাকা। এ কারণে এখানে নৌকার বিজয় সুনিশ্চিত।

বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি শমসের জামান ভূঞা রিটন বলেন, বেলাব উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এক্যবদ্ধ রয়েছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আওয়ামী লীগের সকল নেতা-কর্মী আমরা সবাই ভাই ভাই। শেখ হাসিনা এমপি নুরুল মজিদ মাহমূদ হুমায়নকে নৌকার মাঝি বানিয়েছেন। আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নৌকাকে বিজয়ী করতে হবে। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সকল নেতা-কর্মীরা বেলাব উপজেলার প্রতিটি ইউনিয়ন ও প্রতিটি কেন্দ্রে নৌকাকে বিজয়ী করবে এটা আমরা অঙ্গীকার করছি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঞা বলেন, আওয়ামী লীগ বৃহৎ দল এখানে একাধিক দলীয় প্রার্থী থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু নেত্রীর মনোনয়ন দেয়ার পরই আমাদের প্রার্থী একজন এবং মার্কা নৌকা। আমরা আশা করি আজকের দিন থেকে আমাদের মধ্যে দূরত্ব না থাকে। নেতা-কর্মীদের মধ্যে কোন ক্ষোভ-দুঃখ নেই।

তিনি আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সকল ইউনিয়নে বর্ধিত সভা করার নির্দেশ দেন। একই সঙ্গে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নুরুল মজিদ হুমায়ূনকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনের আওয়ামী লীগের প্রার্থী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আমাদেরকে সবাইকে শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। তা না হলে আমাদের কারও অস্তিত্ব থাকবেনা। এজন্য তিনি প্রতিটি কেন্দ্রের জন্য আলাদাভাবে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে কমিটি করে কাজ শুরু করার নির্দেশ দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads