লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের গুড়িয়াটারী ঈদগাঁ মাঠ এলাকায় গতকাল রোববার রাত সাড়ে দশটায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও চার জন আহত হয়েছে।
পাটগ্রাম থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মহাসড়কে দাড়িয়ে থাকা ভারতীয় পাথর বোঝাই ট্রাককে পিছন থেকে বুড়িমারী থেকে পাটগ্রামগামী মাহিন্দ্রা (সিএনজি) সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মৃত জিন্নাত আলীর পুত্র হাশেম আলী ঘটনাস্থলে ও পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ গ্রামের সহিবার রহমানের ছেলে আয়নাল হক (৩০) নিহত হয়। দুর্ঘটনায় চার জন আহত হয়। আহতরা হলেন- মাহিন্দ্রা (সিএনজি) চালক শহিনুর রহমান (৩০), রাশেদুল ইসলাম (২৫), নুরনবী (২০) ও মোজাম্মেল হক (২৬)।
পাটগ্রাম হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নুর আরেফিন প্রধান বলেন, ‘আহতদের চারজনকেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘পাটগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।’