• শনিবার, ১৫ মার্চ ২০২৫ | ১৫ চৈত্র ১৪৩১ | ১৫ শাওয়াল ১৪৪৬
বিশ্বে চারজনে একজন মরে পরিবেশদূষণে

পরিবেশদূষণ

ছবি : সংগৃহীত

জীব ও পরিবেশ

বিশ্বে চারজনে একজন মরে পরিবেশদূষণে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৫ মার্চ, ২০১৯

বিশ্বে প্রতি চারজনের মধ্যে একজন মারা যায় পরিবেশদূষণের কারণে। আর এই দূষণ মনুষ্যসৃষ্ট। গত বুধবার জাতিসংঘ পরিবেশ সম্মেলনে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। কেনিয়ার নাইরোবিতে পাঁচ দিনব্যাপী গ্লোবাল এনভায়রনমেন্ট আউটলুক (জিইও) নামে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

জিইও-এর প্রতিবেদনটি বলছে, কল-কারখানার বিষাক্ত ধোঁয়া, ক্ষতিকর রাসায়নিকযুক্ত পানি ও নাজুক পরিবেশের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। দূষিত পরিবেশ ও জলবায়ু কোটি কোটি মানুষকে ঠেলে দিচ্ছে মহামারির দিকে। এতে বৈশ্বিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে যত রোগ ও মৃতু্যু তার প্রায় ২৫ ভাগের কারণ পরিবেশদূষণ। বায়ুদূষণের কারণে বছরে ৭০ লাখ মানুষ মারা যায়। পানিদূষণ ও সুপেয় পানির অভাবে ডায়রিয়া ও অন্যান্য রোগে মারা যায় আরো ১৪ লাখ মানুষ। সূত্র : এএফপি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads