বিশ্বনাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বিশ্বনাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • সোহেল আহমদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ জানুয়ারি, ২০১৯

সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজার এলাকায় বাসিয়া নদীর চর দখল করে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। আজ মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে এই স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা গেছে, উপজেলা সদরের পুরান বাজার (খেয়া ঘাট) পার্শ্বে বাসিয়া নদীর চর দখল করে উপজেলার জাহারগাঁও গ্রামের তহশিল খানের পুত্র ইশতিয়াক আহমদ খান ও মোস্তাক আহমদ খান ৩ তলা ফাউন্ডেশন দিয়ে দালান ঘর নির্মাণ কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় পূর্বের টিন সেড ঘরের ভিতরেই কৌশলে নির্মাণ করা হয় পাকা পিলার। বিষয়টি জানতে পেরে নির্মাণ কাজের শুরুতেই কাজ বন্ধ রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ হতে নির্দেশ প্রদান করা হলেও তা অমান্য করে রাতের আধারেও নির্মাণ কাজ চলতে থাকে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা বলেন, উচ্ছেদ মামলা চলাকালীন অবস্থায় নতুন করে ভবন নির্মাণ কাজ শুরু করায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads