বিশ্বকাপে ক্রিকেটারদের আত্মবিশ্বাসের সঙ্গে খেলার পরামর্শ প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

সরকার

বিশ্বকাপে ক্রিকেটারদের আত্মবিশ্বাসের সঙ্গে খেলার পরামর্শ প্রধানমন্ত্রীর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ এপ্রিল, ২০১৯

কোনো চাপ না নিয়ে আসন্ন বিশ্বকাপে ক্রিকেটারদের আত্মবিশ্বাসের সঙ্গে খেলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘কোনো চাপ না নিয়ে আত্মবিশ্বাসের সাথে তোমাদের খেলা খেলো, একদিন আমরাও বিশ্বকাপ জিতবো।’

আসন্ন বিশ্বকাপে যাওয়ার আগে মঙ্গলবার গণভবনে অধিনায়ক মাশরাফির নেতৃত্বে জাতীয় দলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ পরামর্শ দেন।
ক্রিকেটারদরে যেকোনো সঙ্কটময় মুহূর্তে আতঙ্কিত না হয়ে মাথা ঠাণ্ডা রেখে কৌশল প্রয়োগেরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী

টাইগারদের উৎসাহ দেওয়ার এ সাক্ষাতে ক্রিকেটারদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়, বিসিবি পরিচালক ও বিশ্বকাপ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, আয়ার্যাপন্ডে ত্রিদেশীয় সিরিজের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু এবং প্রধান কোচ স্টিভ রোডস উপস্থিত ছিলেন।

আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে গেলেও তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে প্রায় দুই মাসের সফরে কালই যাত্রা করবেন মাশরাফিরা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads