বিশ্বকাপে আফগান অধিনায়ক নাইব

গুলবাদিন নাইব

সংরক্ষিত ছবি

ক্রিকেট

বিশ্বকাপে আফগান অধিনায়ক নাইব

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ৬ এপ্রিল, ২০১৯

গুলবাদিন নাইবের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান। গতকাল শুক্রবার আসগর আফগানকে সরিয়ে তাকে অধিনায়ক ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি)।

শুধু ওয়ানডে নয়, টেস্ট ও টি-টোয়েন্টিতেও নতুন অধিনায়ক নির্বাচিত করেছে এসিবি। তিন ফরম্যাটে ৩ অধিনায়ক ঘোষণা করেছে তারা। টেস্ট দলের নেতৃত্ব দেবেন রহমত শাহ। রশিদ খান অধিনায়কত্ব করবেন টি-টোয়েন্টি দলের।

২০১৫ সালে মোহাম্মদ নবির কাছ থেকে অধিনায়কত্ব পান আসগর। দারুণ ভূমিকা রেখেছেন তিনি। তার নেতৃত্বে আফগানিস্তান আইসিসির পূর্ণ সদস্য হয়, আর মার্চে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জেতে তারা।

৩১ বছর বয়সি আসগরের ওয়ানডে সাফল্যও বলার মতো। ৩৩টি ওয়ানডে জয়ে নেতৃত্ব দেন তিনি। আইসিসি বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর কীর্তি গড়ে আসগরের আফগানিস্তান। এছাড়া তিনি অধিনায়ক হিসেবে ৫৯ টি-টোয়েন্টি খেলে জেতেন ৩৭ ম্যাচ। নাইবের নতুন অধ্যায় শুরু হবে মে মাসে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড সফর দিয়ে। স্বাগতিকদের বিপক্ষে দুটি করে ওয়ানডে খেলবে তারা। এরপর ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ শুরুর আগে ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ডের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads