বিশাল জয়ে সিরিজ অজিদের

সিরিজ জেতার পর ট্রফি হাতে অজি দল

ছবি : ক্রিকইনফো

ক্রিকেট

বিশাল জয়ে সিরিজ অজিদের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ৫ ফেব্রুয়ারি, ২০১৯

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইনিংস ব্যবধানে জিতেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। ক্যানবেরায় সিরিজের শেষ ম্যাচেও একই ফলের পুনরাবৃত্তি করতে পারত টিম পেইনের দল। তবে সেটি না করে দ্বিতীয়বার ব্যাট করেছে অজিরা। সে যাই হোক, শেষ পর্যন্ত ৩৬৬ রানের বিশাল জয়ে সিরিজ নিশ্চিত করেছে তারা।

জয় পেতে কোনো সমস্যা হয়নি স্বাগতিকদের। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের করা রানই দুই ইনিংস মিলে করতে পারেনি চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। ম্যাচের প্রথম ইনিংসে ৫৪ রানে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৫টি মিলিয়ে ম্যাচে মোট ১০০ রানে ১০ উইকেট নিয়ে দলকে ৩৬৬ রানের বিশাল জয় এনে দিয়েছেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। এ জয়ে মর্যাদাপূর্ণ ‘ওয়ার্ন-মুরালি’ ট্রফিটিও নিজেদের ঘরেই রেখে দিতে পেরেছে অস্ট্রেলিয়া। ক্যানবেরা টেস্টের প্রথম ইনিংসে জো বার্নস ১৮০, ট্রাভিস হেড ১৬১ এবং কার্টিস প্যাটারসনের ১১৪ রানের ইনিংসে ৫৩৪ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জবাবে মিচেল স্টার্কের বোলিং তোপে পড়ে নিজেদের প্রথম ইনিংসে ২১৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৩১৯ রানের বিশাল লিড পেয়েও লঙ্কানদের ফলোঅন না করিয়ে আবার ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। এবার সেঞ্চুরি হাঁকান উসমান খাজা। ৩ উইকেটে ১৯৬ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ম্যাচ জিতে সিরিজ ড্র করতে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১৬ রানের। ওই রান করে বিশ্বরেকর্ড গড়তে তাদের হাতে সময় ছিল দুই দিনের বেশি।

কিন্তু আবারো স্টার্কের আগুনে পুড়ে মাত্র ৫১ ওভারে ১৪৯ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads