বিরল প্রজাতির ২০১টি কচ্ছপ উদ্ধার

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

বিরল প্রজাতির ২০১টি কচ্ছপ উদ্ধার

  • মাগুরা প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জানুয়ারি, ২০২১

মাগুরায় মামুন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে চারটি বস্তাভর্তি ২০১টি দেশীয় প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। কচ্ছপের কোনো মালিক না থাকায় বাসটিকে ছেড়ে দেওয়া হয়। গতকাল বৃস্পতিবার বিকালে ঢাকা রোড এলাকায় তল্লাশি চালিয়ে ২০১টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বাসটি ঢাকা থেকে ছেড়ে এসে ঝিনাইদহ জেলার মহেশপুরে যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মামুন পরিবহনের পেছনের বক্সের ভেতর থেকে চার বস্তায় মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

মাগুরা সদর থানার এসআই দিপংকর জানান, ২০১টি কচ্ছপ জীবিত রয়েছে। প্রতিটি কচ্ছপের সাইজ গড়ে প্রায় এক কেজি। খুলনার প্রাণী সম্পদ টিমকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি জেলা বন বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads