বিপুল অ্যাকাউন্ট অপসারণ করল ফেসবুক ও টুইটার

ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়া

বিপুল অ্যাকাউন্ট অপসারণ করল ফেসবুক ও টুইটার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২ ফেব্রুয়ারি, ২০১৯

নীতিমালা লঙ্ঘন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করায় প্রায় ৭৮৩ অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ অপসারণ করেছে ফেসবুক। মাইক্রো ব্লগিং সাইট টুইটারও অপসারণ করেছে বিপুল অ্যাকাউন্ট। বৃহস্পতিবার পৃথক ঘোষণায় এসব তথ্য জানিয়েছে প্ল্যাটফর্ম দুটি।

ফেসবুক জানিয়েছে, ইরান, রাশিয়া এবং ভেনেজুয়েলা থেকে এসব অ্যাকাউন্ট পরিচালনা করা হচ্ছিল। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের কনটেন্ট নিয়ে সেটাকে ভিন্নভাবে ব্যবহার করায় সে দেশের বেশকিছু অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ বন্ধ করা হয়েছে। মূলত মানুষকে বিভ্রান্ত করা হচ্ছিল এসব কন্টেন্টের মাধ্যমে, বলছে ফেসবুক।

এসব অ্যাকাউন্টে কমপক্ষে ২০ লাখ ফলোয়ার ছিল। আবার একটি গ্রুপে কয়েক ঘণ্টায় অন্তত ১৬০০ অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। আর ইনস্টাগ্রামের একটি আকাউন্টে অন্তত দুই লাখ ৫৪ হাজার অনুসারী ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান নাথানিয়েল প্লিচার। এসব অ্যাকউন্টের কয়েকটি ২০১০ সাল থেকে এমন কাজ করে আসছে বলেও জানান তিনি।

ফেসবুক বলছে, এসব অ্যাকউন্ট কমপক্ষে ৩০ হাজার ডলার ব্যয় করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামে। এসব পেজ থেকে কমপক্ষে আটটি ইভেন্ট খোলা হয়েছে যেখানে ২১০ জন ব্যক্তি তাদের অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

অন্যদিকে অপসারিত অ্যাকাউন্টের বিষয়ে টুইটার জানিয়েছে, এসব অ্যাকউন্ট থেকে ধর্ম, রাজনীতি নিয়ে নানা ধরনের পোস্ট করা হতো। তবে ঠিক কতটি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তার সংখ্যা জানায়নি প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, ইরানের দুই হাজার ৬১৭, রাশিয়ার তিন হাজার ৮৪৩ এবং ভেনেজুয়েলা থেকে ৭৬৪ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads