প্রকল্প শেষ না হলে বিনিয়োগ বাড়বে না -সালেহ উদ্দিন

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, সরকারের অবকাঠামো খাতের প্রকল্পগুলো এমনিতেই দীর্ঘমেয়াদি। তা ছাড়া বছরের পর বছর ধরে ঝুলে থাকায় এসব প্রকল্পের মেয়াদও বাড়ছে। অবকাঠামোর বড় প্রকল্পের কাজ শেষ না হলে এর সুফল পাওয়া যাবে না। তা ছাড়া এসব প্রকল্পে ভর করে বেসরকারি বিনিয়োগের পরিমাণও বাড়বে না। সরকারি বিনিয়োগে নেওয়া প্রকল্পে বড় ধরনের দুর্বলতা রয়েছে বলেও মনে করেন এ অর্থনীতিবিদ। তিনি বলেন, নির্বাচন বা জনতুষ্টি সামনে রেখে অনেক সময় প্রকল্প নেওয়া হয়ে থাকে। বাস্তবায়নে তাগিদ না থাকায় এসব প্রকল্প ঝুলে থাকে বছরের পর বছর ধরে। এসব প্রকল্পে সরকারের তহবিলের অর্থ ব্যয় হলেও জনগণের কোনো কাজে আসবে না। তিনি আরো বলেন, অবকাঠামো ছাড়াও বেসরকারি বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ দরকার। সাম্প্রতিক সময়ে ব্যাংকে কেলেঙ্কারি ছাড়াও বিভিন্ন ধরনের অস্থিরতা বিরাজ করছে। এ অবস্থা চলতে থাকলে কেউ বিনিয়োগে উৎসাহী হবেন না।
বাড়ানো হয়েছে অবকাঠামো বিনিয়োগ -গোলাম মোয়াজ্জেম
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা বিভাগের পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সামাজিক খাতে সরকারের বিনিয়োগ প্রত্যাশিত হারে বাড়েনি। শিক্ষা ও স্বাস্থ্যে প্রয়োজনের তুলনায় কম বরাদ্দ দেওয়া হলেও অবকাঠামো খাতে বিনিয়োগ অনেক বাড়িয়েছে। তবে প্রশ্ন রয়েছে সরকারি বিনিয়োগের গুণগত মান নিয়ে।
তিনি বলেন, সময়মতো প্রকল্প শেষ না হওয়ায় সুফল পেতে সময় বেশি লাগছে। এর ফলে বেসরকারি খাতে প্রত্যাশিত হারে বিনিয়োগ বাড়েনি। তৈরি পোশাক শিল্পের রফতানিতে প্রবৃদ্ধির সঙ্গে বিবেচনা করে বিনিয়োগ বাড়েনি বলেও তিনি জানান।
বড় প্রকল্পের কাজ চলছে -আহসান এইচ মনসুর
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, সরকারি খাতে বিনিয়োগের পরিমাণ সাম্প্রতিক সময়ে কিছুটা বেড়েছে। অর্থনৈতিক প্রয়োজন বিবেচনায় সরকারের তহবিল থেকে বাড়তি বিনিয়োগের প্রয়োজন রয়েছে। তবে এসব বিনিয়োগের সুফল পাওয়া যাবে প্রকল্প শেষ হলে। তিনি আরো বলেন, ২০০৯ সালে নেওয়া পদ্মা সেতু প্রকল্পের কাজ শেষ হয়নি। উৎপাদনে আসেনি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের একটিও। রূপপুর পারমাণবিক কেন্দ্রের কাজ এগিয়ে চলেছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে বিনিয়োগের পরিমাণ বাড়বে। এ অর্থনীতিবিদ আরো বলেন, সরকারি বিনিয়োগের কারণে বেসরকারি খাত কিছুটা বাড়তি সুবিধা পাচ্ছে। বিদ্যুৎ আর পরিবহন খাতের উন্নতি চোখে পড়ার মতো। পণ্য পরিবহনে সময় আগের চেয়ে কম লাগছে। সরকারের অর্থায়নে চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন তিনি।