বিনা চিকিৎসায় মারা গেলেন ব্যাংক কর্মকর্তা  

ফাইল ছবি

সারা দেশ

বিনা চিকিৎসায় মারা গেলেন ব্যাংক কর্মকর্তা  

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ৩ ডিসেম্বর, ২০১৯

চার বছরের অধিক সময় আর্থিক কোনো সুযোগ-সুবিধা না পেয়ে বিনা চিকিৎসায় মারা গেলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আমজাদ হোসেন। গত রোববার সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমজাদ হোসেন সোনালী ব্যাংক লিমিটেড সোনাতলা শাখার গ্রেড-১ অ্যাসিসট্যান্ট অফিসার ছিলেন। জানা গেছে, ১৩ জুন ২০১৫ সালে পিআরএলে যান আমজাদ হোসেন। ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর সোনালী প্রধান শাখার স্টাফ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট শাখা-৬ ঢাকা থেকে তার মূল বেতন নির্ধারণের জন্য একটি চিঠি পাঠানো হয় সোনালী ব্যাংক সোনাতলা শাখায়। কিন্তু ব্যাংকের সেই সময় দায়িত্ব পালনকারী ম্যানেজার উৎপল কুমার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এভাবে ওই ব্যাংকের তিনজন ম্যানেজার দায়িত্ব পালন করে অন্যত্র বদলি হয়ে চলে যান। কিন্তু কেউই প্রধান কার্যালয়ের ওই চিঠির উত্তর দেননি।

২০১৭ সালের ২৪ ডিসেম্বর সামিউল ইসলাম নামে একজন ম্যানেজার আমজাদ হোসেনের মূল বেতন নির্ধারণ করে প্রধান কার্যালয়ে চিঠির উত্তর দেন। চিঠির উত্তর পাওয়ার পর প্রধান কার্যালয় তার পাওনাদি পরিশোধের নির্দেশ দেন। কিন্তু বর্তমান ম্যানেজার মাহবুব আলম আজ দিই কাল দিই করতে করতে কালক্ষেপণ করছেন।

আমজাদ হোসেন মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads