বিনা খরচে দ্রুত ন্যায় বিচার পেতে কাজ করছে লিগ্যাল এইড

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বিনা খরচে দ্রুত ন্যায় বিচার পেতে কাজ করছে লিগ্যাল এইড

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ৩ নভেম্বর, ২০১৯

বিনা খরচে দ্রুত সময়ে ন্যায় বিচার পেতে লিগ্যাল এইড কাজ করছে। সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে একনজ সিনিয়র সহকারী জজ দিয়ে ন্যায় বিচার পেতে এই কার্যক্রম চালু করেছে। তবে প্রচারণার অভাবে এখনো গ্রামের সাধারণ মানুষ সরকারের এই মহৎ এবং সুন্দর কার্যক্রমের সুবিধা পাচ্ছেনা। তাই সাংবাদিকদের মাধ্যমে লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে আরো বেশি প্রচার করে মানুষকে উপকার করার জন্য আহবান জানান বক্তারা।

আজ রোববার সকালে কক্সবাজারের একটি তারকা হোটেলে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা লিগ্যাস এইড কক্সবাজারের আয়োজনে ইউএনডিপির সার্বিক সহযোগিতায় সাংবাদিকদের সাথে এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক ( সিনিয়র জেলা জজ) মোঃ আমিরুল ইসলাম বলেন, আগে সমাজে বহু বিরোধ নিষ্পত্তি হত, কিন্তু বর্তমানে সেখানে রাজনীতি, স‍ামাজিক দন্দ্ব, নির্বাচনী প্রভাবের কারনে সেই সামাজিক বিরোধ নিস্পত্তি হচ্ছেনা। গ্রামের সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। তাই সরকার সাধারণ মানুষের জন্য লিগ্যাল এইড কমিটি করেছে। তাই এর স‍ুফল সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় আইনগত সংস্থা লিগ্যাল এইড এর সহকারী পরিচালক (সিনিয়র সহকারী জজ) কাজী ইয়াছিন হাবিব, সহকারী পরিচালক (সিনিয়র জেলা জজ) আবেদা সুলতানা, কক্সবাজার জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ মৈত্রি ভট্টাচার্য্য, ইউএনডিপির প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাসুদ করিম। কর্মশালায় কক্সবাজার এবং রামুর সাংবাদিকরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য কক্সবাজার সদর, রামু, উখিয়া, টেকনাফ উপজেলা মোট ৩১ টি ইউনিয়নে লিগ্যাল এইড কমিটি কাজ করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads