বিধ্বস্ত চীনা বিমানের দ্বিতীয় ব্ল্যাকবক্স উদ্ধার

সংগৃহীত ছবি

এশিয়া

বিধ্বস্ত চীনা বিমানের দ্বিতীয় ব্ল্যাকবক্স উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ মার্চ, ২০২২

চায়না ইস্টার্নের যাত্রীবাহী বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাকবক্সটি উদ্ধার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া রোববার এ খবর জানিয়েছে। 

গণমাধ্যমটি বলছে, চায়না ইস্টার্ন ফ্লাইট এমইউ৫৭৩৫ থেকে দ্বিতীয় ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে।

বিমানটি কুমিং ও গুয়াংঝু শহরের মধ্যে যাতায়াত করতো। এই বিমান ১৩২ আরোহী নিয়ে সোমবার বিধ্বস্ত হয়। আরোহী সকলেই প্রাণ হারায়।

চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (সিএএসি) ডেপুটি ডিরেক্টর হু জেনজিয়াং গতকাল শনিবার সাংবাদিকদের জানান, দুর্ঘটনাস্থল থেকে প্রাণের কোনো চিহ্ন পাওয়া যায়নি। উড়োজাহাজের ১২৩ জন যাত্রী ও নয় জন ক্রু নিহত হয়েছে।

উড়োজাহাজটি গত সোমবার স্থানীয় সময় বেলা ১টা ১১ মিনিটে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহর ছেড়ে যায়। বেলা ৩টা ৫ মিনিটে সেটির হংকংয়ের সীমান্তবর্তী গুয়াংডং প্রদেশের গুয়াংজু শহরে অবতরণের কথা ছিল।

বাণিজ্যিক ফ্লাইটের তথ্য সরবরাহকারী সুইডেনভিত্তিক ওয়েবসাইট ফ্লাইটরাডার-২৪-এর তথ্য অনুযায়ী, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি ছয় বছরের পুরোনো। কুনমিং ছেড়ে যাওয়ার পর সেটি ২৯ হাজার ১০০ ফুট উচ্চতায় উড়ছিল। এর মাত্র দুই মিনিট ১৫ সেকেন্ড পরই সেটি ৯ হাজার ৭৫ ফুট উচ্চতায় নেমে আসে। আরও ২০ সেকেন্ড পর উড়োজাহাজটি নেমে আসে তিন হাজার ২২৫ ফুটে। এরপর সেটির অবস্থান শনাক্ত করা যায়নি।

নিরাপত্তার দিক দিয়ে চীনের এয়ারলাইনসগুলোর সুনাম রয়েছে। সর্বশেষ বড় দুর্ঘটনা ঘটেছিল ১২ বছর আগে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত তদন্ত করে এ দুর্ঘটনার কারণ বের করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে উড়োজাহাজ চলাচলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads